চাঁদপুর: রবিবার (৭ জুলাই) হিন্দু সম্প্রদায়ের আষাঢ়ের জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হবে। এবছর চাঁদপুর শহরে ৪টি রথযাত্রা অনুষ্ঠিত হবে। পুরানবাড়ি জগন্নাথ মন্দির, ইসকন মন্দির, নতুন বাজার গোপাল জিউর আখড়া ও পুরান বাজার দাস পাড়া বিষ্ণু মন্দির থেকে রথ বের করা হবে।
চাঁদপুর পুরান বাজার জগন্নাথ মন্দির কমিটির আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।
রবিবার ভোর সাড়ে ৪ টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭ টায় দর্শন আরতি ও গুরু পূজা, সকাল ৯ টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২ টায় ভোগ আরতি, দুপুর সাড়ে ১২টায় জগন্নাথ লীলামৃত পাঠ।
জগন্নাথ লীলামৃত পাঠ করবেন অধ্যাপক ডাঃ শৈলেন্দ্র কুমার মিত্র ও রতন কৃষ্ণ দাস অধিকারী। দুপুর ২টায় ভজন কীর্তন এবং মহা প্রসাদ বিতরন। বিকেল চারটায় পুরান বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার প্রতিমূতি রথে স্থাপন করে প্রথম রথযাত্রা টানা হবে। রথটি পুরান বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে টেনে নতুন বাজার শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আনা হবে। সপ্তাহব্যাপী কালিবাড়ি মন্দিরে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
আগামী ১৪ জুলাই রবিবার শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে সকাল দশটায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ। সকাল ১১ টায় ভজন কীর্তন ও হরিনাম কীর্তন অনুষ্ঠিত হবে। দুপুর একটায় শ্রীমদ্ভাগবত পাঠ ও বিকেল তিনটায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৪ টায় শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা বের করা হবে।এটি নতুন বাজারের প্রধান প্রধান সড়ক পরিভ্রমণ করে পুরান বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হবে।
সপ্তাহব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ ও জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী।
একই ভাবে পুরান বাজার ঘোষপাড়া থেকে ইসকন মন্দিরের রথ টেনে নতুন বাজার এলাকার গণি স্কুল সংলগ্ন ইসকনের কেন্দ্রীয় মন্দিরের প্রস্তাবিত স্থানে রথ আনা হবে। পুরান বাজার দাসপাড়া বিষ্ণু মন্দির থেকে রড বের করা হবে। নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির থেকে রথ বের করা হবে। রথটি শহর পদক্ষিন করে মেথা রোডসাহ দূর্গা মন্দিরে নেয়া হবে।
ফম/এমএমএ/