চাঁদপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, ভারসাম্যপূর্ণ ও বাসযোগ্য পরিবেশ রক্ষায় বেশি পরিমাণ গাছ লাগানোর বিকল্প নেই। বৃক্ষরাজি আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামতগুলোর অন্যতম। গাছপালা ও নানা রকম ফলদ বৃক্ষের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জীবনোপকরণের উপাদান দান করে থাকেন এবং বৃক্ষরাজি দিয়ে আল্লাহ এই পৃথিবীকে সুশোভিত ও অপরূপ সৌন্দর্যমণ্ডিত করেছেন।বৃক্ষ পরিবেশ শান্ত, ঠাণ্ডা ও মনোমুগ্ধকর রাখে। বৃক্ষ আমাদের বাসযোগ্য পরিবেশ গঠনে সহায়তা করে।
শনিবার (৬ জুলাই) সকাল ৮টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ১৩ নং হানারচর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ ।
এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আবুল কাশেম, মোহাম্মদ আবু সাঈদ বেপারী, মোহাম্মদ মাঈন উদ্দিন দেওয়ান, মোহাম্মদ হোসেন, শেখ মোহাম্মদ ইসমাইল, শেখ মোহাম্মদ ঈমান রাড়ী প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অহেতুক কর্তন করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।
বৃক্ষরোপণ ও পরিচর্যায় শুধু সওয়াব অর্জিত হয় না, পরিবেশও রক্ষা পায়। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে বাসযোগ্য পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান করেন।
ফম/এমএমএ/