ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে বিশেষ সেবা প্রদান

মতলব উত্তর (চাঁদপুর): ‘স্মার্ট ভুমি সেবায় ভূমি মন্ত্রণালয়’, এই স্লোগানে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ।

এ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে বিশেষ সেবা প্রদান করছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।

সোমবার (২২ মে) সকাল থেকে তাকে ভূমি অফিস প্রাঙ্গণে সেবা নিতে আসা মানুষকে সেবা প্রদান করতে দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মোঃ মহিউদ্দিন পলাশ, উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল কাশেম, মোঃ ছায়েদ আলী সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

সেবা গ্রহীতাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের যে ভিশন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা অনলাইন ভিত্তিক করা হয়েছে। এতে করে ঘরে বসেই ভূমির সকল সেবা গ্রহণ করতে পারছেন সাধারণ জনগণ।

উপজেলাবাসীর উদ্দেশ্যে এসিল্যান্ড বলেন, নামজারি, খাজনা প্রদান, ম্যাপ ও পর্চা সহ ভূমির সকল সেবার আবেদন অনলাইনে করা যাচ্ছে এবং সকল সেবার ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে প্রদান করা যাচ্ছে। তাই যেকোনো দুর্নীতি অনিয়ম প্রতিরোধে ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা গ্রহণ করুন। বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে সহায়তা করুন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম