চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার চর দুঃখিয়া এলাকা থেকে পারভেজ হোসেন (১৫) নামে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চর দুঃখীয়া পশ্চিম ইউনিয়নের চর চান্না গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ ওই গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, কিশোরের পরিবারের লোকদের সাথে কথা বলে জেনেছি সোমবার রাত ৯টার দিকে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় পারভেজ। এ সময় তার গতিবিধি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পারভেজের মা তাসলিমা বেগম তাকে খাবার খাওয়ার জন্য একাধিকবার ডাকলেও সে দরজা না খোলার প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখে পারভেজ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক পারভেজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধার কয়ে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফম/এমএমএ/