চাঁদপুর মডার্ন শিশু একাডেমিতে অভিভাবক সমাবেশ

চাঁদপুর: চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমির ১৩তম অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার মূল্যায়ন পর্যালোচনা করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) শহরের ব্যাংক কলোনীতে অবস্থিত একাডেমির হলরুমে কর্তৃপক্ষ এই অভিভাবক সমাবেশের আয়োজন করে। সমাবেশে দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২০২৪ এর উত্তরপত্র মূল্যায়নের পর অভিভাবকে দেখানো হয়।

দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৪ এর উত্তরপত্র মূল্যায়ন ও শিক্ষার্থীদের অগ্রগতি বিষয়ে অভিভাকদের মধ্যে বক্তব্য দেন, জেসমিন বেগম, জোবয়া সারমিন, হালিমা আক্তার কুসুম ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

অভিভাবকরা বক্তব্যে একাডেমির পাঠদান পদ্ধতি শহরের অন্য প্রতিষ্ঠানের তুলনায় খুবই চমৎকার হওয়ায় প্রশংসা করেন এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার মান বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, উপাধ্যক্ষ মনজুমা হক, মো. কামাল হোসেন, ফাহিমা আক্তার ও নাজমুল ইসলাম নোমান।

অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয়ের চলমান শিক্ষার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক।

তিনি বক্তব্যে বলেন, একাডেমির যেসব শিক্ষার্থী ভাল ফলাফল করেছে তাদেরকে এবং তাদের অভিভাকদের ধন্যবাদ জানাই। তাদেরকে আগামীতে আর ভাল ফলাফল করতে লেখা-পড়ায় আরও মনযোগী হওয়ার প্রতি গুরুত্ব দিতে অভিভাবকদের অনুরোধ জানান অধ্যক্ষ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম