চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে মিজান-শাহজাহান প্যানেলের ১৩ জন জয়ী

চাঁদপুর: বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে ১৪ জনের মধ্যে এ প্যানেলের মোঃ মিজানুর রহমান সরদার -– মোঃ শাহজাহান প্রধান ও নাহিদ হাসান ( এ ) প্যানেলের ১২ টি পদেরু জন্য ১৪ জন প্রাথীর মধ্যে ১৩ জন জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায় এ নির্বাচনে ভোট প্রদান করেছেন ৪০৪ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪১৯ জন। নির্বাচনে ১২টি পদের জন্য দু’প্যানেলে লড়েছিলেন ২৮ জন প্রাথী। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সহকারী নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন।

জেলা আইনজীবী সমিতি ভবনের ২য়তলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল ।

এ নির্বাচনে মোঃ মিজানুর রহমান সরদার -মোঃ শাহজাহান প্রধানীয়া ও নাহিদ হাসান ( এ ) প্যানেলের ১৩ জন জয়ী প্রাথীরা হলেনঃ- সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সহ-সভাপতি বাসুদেব, সাধারন সম্পাদক শাহজাহান প্রধান, সহ (যুগ্ম ) সাধারন সম্পাদক মোঃ নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান, কোষাদক্ষ দুলাল হোসেন, সদস্য কার্যকরী পরিষদ পিন্টু দাস, জেনারেল অডিটর মোঃ শিপন বাবু, রানিং অডিটর আমির হোসেন, সভাপতি নিয়ন্ত্রন পরিষদ সেলিম মিজি, সম্পাদক নিয়ন্ত্রন পরিষদ নাছিরউদ্দিন এবং সদস্য নিয়ন্ত্রন পরিষদ আলআমিন খান ও সাগর সরকার। অপরদিকে বি প্যানেলের শুধুমাত্র সদস্য কার্যকরী পরিষদেও সদস্য হিসেবে মাহবুব ঢালী জয়লাভ করেন।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনের অনান্য সদস্যদেও মধ্যে উপস্থিত ছিলেণ- রিটানিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির রেজিষ্ট্রারিং অথরিটি কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী, সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ কাইয়ুম মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দীকী, সহকারী রিটানিং অফিসার জেলা আইনজীবী সমিতির রেজিষ্টারিং অথরিটি সম্পাদক মোঃ মামুন হোসেন মিয়াজী, সদস্য অ্যাডঃ মোঃ সানজিদ হাসান ( সানি ) , অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির ও অ্যাডঃ মাহবুব আলম।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম