কচুয়া এতিমখানায় এমপির শীতবস্ত্র বিতরণ

কচুয়ায় মধুপুর এতিম খানার কম্বল সাংবাদিক আলমগীর তালুকদার হাতে তুলে দিচ্ছেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এতিম খানায় কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে উপজেলার ২৫ টি এতিম খানায় ৫ শত শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির,নির্বাহী অফিসার নাজমুল হাসান,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার ভুমি ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমূখ।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম