ড্যাফোডিল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক নুর খান স্যারের সভাপতিত্বে, সহকারী শিক্ষক শৈকত অধিকারির সঞ্চলনায়,আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।
তিনি বক্তব্যে বলেন, ভালো মানুষ হতে হলে এখন থেকেই তোমাদের ভালোভাবে চলাফেরা করতে হবে। ডিজিটাল জুগের সাথে তালমিলিয়ে চলতে হলে তোমাদের সকল দিক খেয়াল রাখতে হবে। খেলা ধুলা আমাদের মনও শরীর সুস্থ ও ভালো রাখে। খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে পিতা-মাতার কথা শুনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, ড্যাফোডিল কলেজের অধ্যক্ষ মোঃজামসেদুর রহমান , চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি এএইচ আহসান উল্লাহ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম