চাঁদপুর: চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ হিসাবে পদোন্নতি পেলেন চাঁদপুর জেলার ক্রিকেটের কর্ণধার ও জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে পদোন্নতি দেয়া হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই চাঁদপুর জেলার ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করে গেছেন । তার পদোন্নতি পাওয়ার পর জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা তাকে অভিনন্দন জানিয়েছেন ।
চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ সৈয়দ শামীম ফারুকীর সাথে বুধবার বিকেলে এই প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম কাউসার ভাই আমাকে যে পদোন্নতি দেয়া হয়েছে গ্রুপ কলের মাধ্যমে জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান আমি যেমন খুশি হয়েছি তেমনি পাশাপাশি আমার দায়িত্ব ও বেড়ে গেছে।বিসিবি আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে আমি যেন সততা এবং নিষ্টার সাথে সে দায়িত্ব পালন করতে পারি সে জন্য সবাই আমাকে দোয়া করবেন।
উল্লেখ্য চাঁদপুর জেলায় দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের নিয়ে কাজ করে যাচ্ছেন শামীম ফারুকী। তার হাতে গড়া মাহমুদুল হাসান জয় ও শামীম পাটওয়ারী বর্তমানে খেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে। তার ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী থেকে হাতেখড়ি নেওয়া অনেক ক্রিকেটার এখন খেলছেন সহ ঢাকার বিভিন্ন নামী দামী ক্লাবগুলোতে। তার হাতে গড়া একাডেমি প্রাঙ্গণে অনুশীলন করে যাচ্ছেন জেলা ও উপজেলার খুদে ক্রিকেটার সহ উঠতে বয়সি ক্রিকেটার গন।
ফম/এমএমএ/চৌইই/