
হাইমচর (চাঁদপুর): সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিশেষ দোয়াও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুমাআ শিকদার বাড়ি জামে মসজিদে উত্তর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন পেদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান গাজীর সঞ্চালনায়, দোয়াও মোনাজাত পরিচালনা করেন কাটাখালি আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ।
উক্ত অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রান দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি কামনায়ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি, জাহা ঙ্গীর হোসেন আখন, শাহ আলম মাঝি, যুগ্ম সম্পাদক মোঃ কবির গাজি, আলম দেওয়ান, মনির হোসেন গাজি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম গাজী, সহসাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি এরশাদ ভূইয়া, সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক, স্বপন তফাদার, ২নং ওয়ার্ড সভাপতি ফিরোজ মৃধা, ভারপ্রাপ্ত সম্পাদক আরিফ হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন সোহেল গাজী, সম্পাদক নাজমুল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি সোহাগ, সম্পাদক সজিব, ৫নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াছিন মাঝি, সম্পাদক খাজা আহমেদ, ৭নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আহমেদ, সম্পাদক মানিক মিয়া পাটওয়ারী, ৮ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন মাল, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ মৈশাল, ৯নং ওয়ার্ড সভাপতি ইয়াছিন বেপারি, সম্পাদক ইব্রাহিম মিজিসহ এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।
ফম/এমএমএ/