চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালচোঁ বাজারে মোবাইল ব্যাংকিং ও মুদি দোকানে চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ জানুযারি) সকাল থেকে রাত পর্যন্ত কচুয়া থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদেরকে থানা থেকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কালচোঁ গ্রামের মৃত আবু তাহের ছেলে মো.সাব্বির হোসেন (২৫), একই গ্রামের মৃত সেকান্দর মিয়াজীর ছেলে রফিকুল ইসলাম রনি (৩০), মৃত. শাহজাহানের ছেলে মো.রুবেল মিয়া (৩২), আলী আহাম্মদের ছেলে মো.শুকুর আলম (৩৫) ও মৃত আব্দুস সাত্তার ছেলে মো. গাউস (৪৮)।
পুলিশ ও স্থানীদের সূত্রে জানাগেছে, উপজেলার কালচোঁ বাজারের দিদার হোসেনের মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে ৭ জানুয়ারি মধ্যরাতে দোকানের পিছনের চালের টিন খুলে দোকানের ভিতের প্রবেশ করে দোকানের ক্যাশ বক্স হতে নগদ ৭০ হাজার, স্কয়ার টয়লেট্রিজের কসমেটিকস ৫০ হাজার, সিগারেট ও বিভিন্ন মূল্যবান মালামালসহ ২ লাখ ১৯ হাজার ২শত ৮৬ টাকার জিনিসপত্র নিয়ে যায়। ওইদিনই চুরির ঘটনায় দোকানের মালিক দিদার আলম বাদী হয়ে কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, চুরির ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/