কচুয়ায় আরএফএল এর এক্সক্লুসিভ শোরুম উদ্ধোধন

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার বিশ^রোডে আরএফএল এর এক্সক্লুসিভ শোরুম উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন,কোম্পানির সিইও মো.আব্দুল কুদ্দুস মিয়া।

এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আরএফএলের এজিএম অপারেশন মো.রাকিব রাহান, সিনিয়র ম্যানেজার অপারেশন বিনয় কুমার সরকার,ডেপুটি ম্যানেজার শোরুম বনি আমিন,সেলস অফিসার মো.মোস্তফা জুয়েল,পৌর কাউন্সিলর আব্দুল কাদের,বিশ^রোড বাজার কমিটির সভাপতি ইঞ্জি.মজিবুর রহমান ও কচুয়া আরএফএলের এক্সক্লুসিভ ডিলার গাজী সাব্বির স্যানেটারীর মালিক মো.সাদেক গাজী।

কোম্পানি সিইও জানান,আব্দুল কুদ্দুস জানান,আরএফএলের শোরুম থেকে চুলা,টিউবওয়েল ও পাইপ ফিটিংস সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করা যাবে।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন,কোয়া চাঁদপুর বড় বাড়ি মসজিদের খতিব মাওলানা শাহ এমরান।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম