
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ.কে.এম.এস.ইকবাল।
এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের ২নং পল্টুনের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা নূরুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার মোঃ আবুল হাশেমের ছেলে।
নৌ থানা পুলিশ জানায়, লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চঘাটের ২নং পন্টুনের উপর অবস্থানরত রোহিঙ্গা যুবক নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিব মোড়ানো ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযানে চাঁদপুর নৌ থানার এস আই আবুল হাশেম, কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬ হাজার টাকা মাত্র।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.এস.ইকবাল বলেন, রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিকেলে গ্রেপ্তারকৃত নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/