চাঁদপুরে কবরস্থানে নবজাতক রেখে যাওয়া ব্যাক্তি গ্রেপ্তার

চাঁদপুর :  চাঁদপুর শহরের পৌর কবরস্থানে নবজাতককে রেখে যাওয়া ব্যাক্তি ফারুক হোসেন গাজী (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

ফারুক গাজী শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতাল এর ওয়ার্ড বয় এবং জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি বৈদ্যুতিক ফ্যানের বক্সের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত বাচ্চা নিয়ে বাস টার্মিনালের পৌর কবরস্থানের গোর খোদক শাহজাহানের কাছে নিয়ে আসে দাফন করার জন্য। তখন আজানের আওয়াজে বাচ্চাটি নড়েচড়ে উঠে। পরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ।

আরো পড়ুন>> চাঁদপুর গোরস্থান থেকে জীবিত উদ্ধার সেই নবজাতক মারাগেছে

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ডিবির একটি দল অনুসন্ধান করে বিভিন্ন ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাচ্চাসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, ৫০০ টাকার বিনিময়ে সে বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে। এ কাজে জড়িত থাকার কথা সে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম