চাঁদপুর ১৫০ যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুর: চাঁদপুর সদরের পাসপোর্ট সংলগ্ন সড়কে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে ১৫০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ৫ মামলায় জরিমানা আদায় করা হয়েছে ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাসপোর্ট অফিস সংলগ্ন চাঁদপুর-রায়পুর সড়কে পুলিশের সাথে সমন্বয় করে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ৫ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও লাইসেন্স চাড়া তিনটি গাড়ি জব্দ করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনী কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম