
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে খুবই মনোরম পরিবেশে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইদিন বৈজ্ঞানিক সম্মেলনে নির্ধারিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন শিক্ষকরা। এতে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনীন। বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মিজানুর রহমান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, মেলায় শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যেকটি উপস্থাপনা ছিলো খুবই চমৎকার। এসব দেখে মনে হয়েছে তারা যেসব বিষয়গুলো উপস্থাপন করেছে, আমরা আমাদের বয়সে এতো ভালো করতে পারিনি। আমাদের প্রচেষ্টাছিলো এই ধরণের আয়োজনে শিক্ষার্থীরা এগিয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে ছাড়িয়ে যাবে। মেলার সবগুলো প্রজেক্ট ছিলো সিলিবাসের মধ্যে। বাহিরের কোন প্রজেক্ট আমরা গ্রহণ করিনি। সুন্দর এই আয়োজনের জন্য সকল অংশীজনের প্রতি কতৃজ্ঞতা ও ধন্যবাদ।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আদিবা ও উর্বি। বৈজ্ঞানিক সম্মেলন যৌথ উপস্থাপনায় ছিলেন কলেজের প্রভাষক ডাঃ কামরুল হাসান, ডাঃ খাদিজা খানম ও ডাঃ সেতু।
বিজ্ঞান মেলায় অংশগ্রহন করে প্রথম হয়েছে ফিজিওলজি বিভাগ, দ্বিতীয় হয়েছে প্যাথলজি বিভাগ এবং তৃতীয় হয়েছে অর্থোপেডিক বিভাগ। মেলায় অংশগ্রহণকারী ২২ স্টলের ২২জন সুপারভাইজর ও ১১০জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী ১২জন শিক্ষককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।