কচুয়ায় স্থানীয় কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন নাজমুন নাহার বেবী

কচুয়া (চাঁদপুর): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাদিপুরা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন সমর্থিত কড়ইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন, প্রচার সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য ডা: মনির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সহ-সভাপতি মনির হোসেন,নজরুল ইসলাম তালুকদার, শাখায়াত হোসেন সাক্কু , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক তপাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাজী ফরহাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, সহ-সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ মহিন খান, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ রাসেল।

বক্তব্য রাখেন যুবনেতা কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ সুমন খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম