যুবসমাজকে ধ্বংস থেকে বাঁচাতে খেলাধুলা কাজে লাগাতে হবে : আলমগীর সরকার

  • মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
  • শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

খেলায় পাঠান বাজার হাইস্কুল একাদশ বনাম মুক্তিরকান্দি ফ্যালকন একাদশ অংশগ্রহন করে। ৯০ মিনিটের খেলায় কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে মুক্তিরকান্দি ফ্যালকন একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমগীর সরকার। বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুবসমাজ মাদকের সাথে যুক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলাকে কাজে লাগাতে হবে। নিয়মিত খেলায় লিপ্ত থাকলে আর কোন বাজে নেশায় যুক্ত হবে না। তাই আমি অনুরোধ করবো যারা ক্রীড়া প্রেমি ব্যক্তিবর্গ আছেন আপনারা নিয়মিত এধরনের খেলাধুলা আয়োজন করবেন।

আলমগীর সরকার আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশের খেলাধুলা আরো এগিয়ে নিয়ে যাবেন। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের গৌরব আরো ফুটিয়ে তুলবেন। তাই আসুন আগামী দিনে বাংলাদেশকে সাজাতে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান। আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মীর শরীফ, মুরাদ বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাসির মৃধা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ। শত শত দর্শক খেলা উপভোগ করেন।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম