হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর চাঁদপুর, ২০২১ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর ) সকালে ডিগ্রি ব্যাচ ১৮ – ১৯ এর আয়োজনে কলেজ হলরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম ।
প্রভাষক আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় প্রাক্তন অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ পাটওয়ারী, তোফায়েল আহমেদ প্রভাষক শিক্ষক রবিউল ইসলাম, হেলাল উদ্দিন আমিনুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এডভোকেট মোকলেছুর রহমান ও তার সহধর্মিণী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের জন্য দোয়া করা হয়।
ফম/এমএমএ/