চাঁদপুর: চাঁদপরের নবাগত সিভিল সার্জন ডা. মো.নুরে আলম দ্বীন এর সাথে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি জেলা শাখার নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর ) দুপুরে সিভিল সার্জন কার্যালয় মতবিনিময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি অপ্টোমেট্রিস্ট নরেশ চন্দ্র রয়, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অপ্টোমেট্রিস্ট মোঃ ইসমাইল হোসেন, জেলা আহবায়ক অপ্টোমেট্রিস্ট মোঃ শরিফুল ইসলাম, অপ্টোমেট্রিক সোসাইটির আজীবন সদস্য অপ্টোমেট্রিস্ট সঞ্চয় কুমার দাস, অপ্টোমেট্রিস্ট জসিম উদ্দিন, অপ্টোমেট্রিস্ট মইনুল হোসেন, অপ্টোমেট্রিস্ট মাইনুল ইসলাম, অপ্টোমেট্রিস্ট নাসির হোসেন।
সিভিল সার্জন মহোদয়ের পক্ষ থেকে আগত সকলকে ধন্যবাদ জানান। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.মো.সাখাওয়াত।
ফম/এমএমএ/