শাহমাহমুদপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

চাঁদপুর:  ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত  ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির এই পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা  আব্দুল কুদ্দুস রোকন, টেক অফিসার উপ-সহকারী (কৃষি) অফিসার মোরসাল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজি, ইউপি হিসাব সহকারী মোহাম্মদ আবুল হোসেন, ইউপি সদস্য  কবির হোসেন রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই দিন ইউনিয়নের  ১ হাজার  ২৪২ কার্ডধারীদের মাঝে এই পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম