চাঁদপুর : শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশের ন্যয় চাঁদপুরেও সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন, ভাংচুর, গণপিটুনিতে হত্যাসহ নানা সহিংসতার ঘটনা ঘটছে। এসব থেকে বেরিয়ে শান্তিপূর্ণ চাঁদপুর জেলা গঠনে ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলসহ সর্বস্তরের অংশীজন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের নেতাদের মতামতের ভিত্তিতে খোলা হয়েছে জেলা ও উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ।
বুধবার (৭ আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থীতিশীল লাখার লক্ষ্যে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বক্তব্যদেন, চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল তাকবীর আবদুল্লাহ।
তিনি বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সে লক্ষ্যে আমাদের এক সঙ্গে বসা। একেবারে গ্রাম থেকে আমাদের নিরাপত্তার কাজটি শুরু করতে হবে। কারণ আমি জেলার ৮ উপজেলায় ঘুরে দেখেছি। লোকজন আমাদের দেখলে চলে যায়, আমরা চলে আসলে আবার ফিরে আসে। এরপরই আমাদের কাছে নানা ঘটনার বিষয়ে ফোন আসে। তবে বলতে পারি অন্য জেলার তুলনায় চাঁদপুরের পরিস্থিতি ভালো আছে। সবাই যেন বলে আমাদের মধ্যে সহমর্মিতা আছে। কেউ কেউ এখন পরিস্থিতির কারণ সুযোগ নিতে চাচ্ছে।
তিনি আরও বলেন, আজকের সভায় যেসব প্রস্তাবনা এসেছে তা খুবই সুন্দর। আমাদের নিজস্বতা বজায় রেখে তা বাস্তবায়ন করবো। দুস্কৃতিকারীদের ব্যবস্থা নিব। তাতেও আমাদের পদ্ধতি অবলম্বন হবে। কোন ধরণের ছাড় দেয়া হবে না। জেলাকে রক্ষা করা আমাদের সবার আন্তরিক হতে হবে। এখন কথা কম বলে কাজ করতে হবে। জেলায় যারা কাজ করবেন, তারা উপজেলায় যাবেন। দুস্কৃতিকারীদের কোন ছাড় দেয়া হবে না।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গত দুদিনে সুযোগ সন্ধানিরা এসব সহিংস কাজ করেছে। আমরা জনগণের সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে চাই। আলোচনার মাধ্যমে অনেক কথা এসেছে। এখন কাজের জন্য নিয়ন্ত্রণ কক্ষ দরকার। যেটি জেলা ও উপজেলায় ইউএনও অফিসে হবে। প্রত্যেক উপজেলায় আমরা বলেছি এভাবে সবা করার জন্য। নিয়ন্ত্রণ কক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিও থাকবে। সর্বদলীয় মনিটরিং কমিটি হবে।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কোন ব্যাক্তির দায় পুলিশ নেবে না। যারা জুলুম নির্যাতন করেছে, তাদের বিষয়ে অভিযোগের আলোকে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আমাদের পুলিশে আইজিপিসহ পরিবর্তন এসেছে। উনারা দায়িত্ব নেয়ার পর যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে আমরা কাজ করবো।
তিনি আরও বলেন, নানা কারণে পুলিশের মধ্যে একটি ভয় কাজ করছে। এমন পরিস্থিতিতে যদি আমি নিজে নির্ভয়ে গাড়ী নিয়ে প্রত্যেক উপজেলায় ঘুরতে পারি তাহলে বাকিদের মধ্য থেকে ভয় কাটবে।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যারা অন্যায় কাজে জড়িত তাদের ধরার জন্য আমার দল থেকেই আপনারা কাজ শুরু করেন। যারা অপরাধী তাদের কোন রাজনৈতিক পরিচয় নাই। তাদের গ্রেপ্তার করতে হবে। পৌরসভায় ও ইউনিয়ন পরিষদে দালালরা থাকবে না। সেখানে প্রয়োজনে প্রশাসক নিয়োগ দেন। তাদের দেখলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শহর ও ইউনিয়ন পর্যায়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে হবে এখন থেকে।
তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে ২৪ ঘন্টায় বদলে যাবে চাঁদপুরের চিত্র। কাজের জন্য যেখানে লোকবল প্রয়োজন আমাদেরকে চাহিদা দেন। একবছর আমার পকেট থেকে খরচ দেয়া হবে। জেলার সুন্দর পরিবেশের জন্য প্রয়োজনে রক্ত দিব।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম বলেন, সহিংসতা নিরসন ও মানুষের মনের মধ্যে থেকে আতঙ্ক কাটিয়ে উঠার জন্য প্রত্যেক মসজিদে জেলা প্রশাসক সমন্বয় করে বার্তা পাঠান। কোন ধণের উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় সেজন্য আমরাও বাহিরের কর্মসূচি স্থগিত রেখেছি।
এছাড়াও সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, গণফোরামের জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর, হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মো. জয়নাল আবেদীন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাদিম পাটওয়ারী প্রমূখ।
সভায় গোয়েন্দা সংস্থা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/