চাঁদপুর: চাঁদপুর শহরতলীর খলিসাডুলি অস্থায়ী ক্যাম্পাসে অবস্থানরত ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রক্ষায় দায়িত্ব পালন করছেন শিক্ষকরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিশ্ববিদ্যালয় ছেড়েছে ভাইস চ্যান্সেলর (উপচার্য) অধ্যাপক ড. মো. নাছিম আখতার।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে উপচার্যকে পাওয়া যায়নি। পরে শিক্ষকদেরকে একটি কক্ষে গিয়ে পাওয়া যায়।
একাধিক শিক্ষক জানান, ছাত্র আন্দোলনের কঠিন এমন পরিস্থিতিতে (উপচার্য) অধ্যাপক ড. মো. নাছিম আখতার ছিলেন না। তিনি নিরাপদে অবস্থানে আছেন। তবে তিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আমরা সেই দায়িত্ব পালন করেছি।
তারা আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়ার পর একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ছবিগুলো সরিয়ে রেখেছি। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়টি একটি সুন্দর স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে চাঁদপুরের সচেতন মহলের প্রতি দাবী জানান।
তবে কোটা সংস্কার আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেন। তখন (উপচার্য) অধ্যাপক ড. মো. নাছিম আখতার ও ছাত্রলীগের ছেলেরা ওই শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে দেন এবং বিভিন্ন হুমকি ধমকি দেন।
ফম/এমএমএ/