শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে চেয়ারম্যান কাপ ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের পর্দা নেমেছে।
টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ মুকবুল হোসেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আঃ রউফ দর্জির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইয়ামিন, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান মাসুদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আঃ রহিমসহ টামটা উত্তর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের কিশোর, যুবকদেরকে মাদক, জুয়া, ইভটিজিং ও অন্যান্য খারাপ কাজ থেকে দূরে রাখা সম্ভব। এই টুর্নামেন্ট কতটা সফল করেছি তা আপনারাই জানেন, যে কয়টা দল খেলেছে সবাইকে আমার পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন, যে দল গুলো হেরে গেছেন আপনারা আগামী বারের জন্য দল তৈরী করুন।
খেলার ফাইনালে রাড়া মেগাসিটি বনাম ইছাপুরা জুনিয়রের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। এতে রাড়া মেগা সিটি চ্যাম্পিয়ন হন এবং ইছাপুরা জুনিয়র রানার্সআপ হন।
টামটা উত্তর ইউনিয়ন কর্তৃক প্রথমবারের মত আয়োজিত চেয়ারম্যান এ টুর্নামেন্টে ১৯ টি দল অংশ গ্রহণ করে।
ফম/এমএমএ/