মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে মরহুম আফজাল মাস্টার স্মৃতি মিনি নাইট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫-২৬ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে উত্তর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি মোঃ আক্তার প্রধান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আক্তার প্রধান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার প্রতি খুবই আবেগবান ছিলেন। সেই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গন উন্নত হয়ে উঠেছে। শহর থেকে গ্রাম পর্যায়েও খেলাধুলার জনপ্রিয়তা বেড়েছে।
তিনি আরো বলেন, খেলাধুলা শারীরিক ও মানষিক বিকাশ ঘটায়। তাই আমি অনুরোধ করবো যুবসমাজ যাতে আরো বেশি বেশি করে খেলাধুলা করেন এবং এই ধরনের আয়োজন অব্যাহত রাখে। আগামী দিনে সকলের সহযোগীতায় উত্তর লুধুয়া গ্রামে একটি খেলার মাঠ করার আশ্বাস ব্যক্ত করেন তিনি।
সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু ইউসুফ মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইফাদ বিন ছাত্তার, যুবদল নেতা ইব্রাহিম প্রধান, কামাল হোসেন, মরহুম আফজাল মাস্টারের ছেলে গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সদস্য বোরহান দেওয়ান, বিএনপি নেতা আলী হোসেন অজি, মোঃ শাহজালাল, সজিব পাটোয়ারী, নাছির, সাইদুল, বিএনপি নেতা মোকাদ্দেস পাটোয়ারী, মান্নান মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফাহাদ সহ টূর্ণামেন্ট আয়োজন কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করে বেগমপুর ক্লাব একাদশ বনাম লিটন মিয়া একাদশ। খেলা পরিচালনা করেন, এরফান আহমেদ, হৃদয়, রাব্বি, রাকিব, সজিব, শাহিন প্রমুখ।
ফম/এমএমএ/


