শাহতলীতে মুন্নার নেতৃত্বে অতর্কিত হামলা, ৪জন গুরুতর আহত

চাঁদপুর :  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গাচর গ্রামের মালেক মুন্নার নেতৃত্বে বড় শাহতলী মাজার রোডে হামলার ঘটনা ঘটেছে। এতে ৪জন গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার ( ২৩এপ্রিল) সন্ধ্যা ৭টায় শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গাচর গ্রামের মালেক মুন্নার নেতৃত্বে এ হামলা করার অভিযোগ উঠে।

ঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন মো: জহিরুল হক নুরু গাজী, পিতা-মৃত কাদের গাজী, মো: নূরা গাজী, পিতা-মৃত আব্দুল গণি গাজী, মো: ইমান মিজি, পিতা-মৃত কালাম মিজি এবং মো: ইয়াছিন গাজী, পিতা-মো: নজরুল ইসলাম গাজী, সর্ব সাং-বড় শাহতলী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ এর নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার এসআই জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ভিকটিম মো: সাইফুল ইসলাম, পিতা-মো: জহিরুল হক নুরু গাজী সাং-বড় শাহতলী বাদী হয়ে ২৩এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় এজহার দায়ের করেন।

এজহারে বিবাদী (আসামী) করা হয়- মো: আব্দুল মালেক মুন্না (৪৫), পিতা- মো: সলেমান বেপারী,  মো: ফারুক বেপারী (৩০), পিতা- কুদ্দুস বেপারী,  কুদ্দুস বেপারী (৫০), পিতা-অজ্ঞাত,  সলেমান বেপারী (৬৫), পিতা-অজ্ঞাত,  ইসহাক বেপারী (৫০), পিতা-অজ্ঞাত সর্ব সাং-ভড়ঙ্গাচর, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর সহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০জন।

হামলার শিকার আহত ব্যাক্তিদের স্বজনরা বলেন, আমাদের উপর হামলার নেতৃত্বকারী আব্দুৃল মালেক মুন্নাসহ সংঘবদ্ধদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি। এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ ও সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ এর হস্তক্ষেপ কামনা করছি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম