
রবিবার ( ২৩এপ্রিল) সন্ধ্যা ৭টায় শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গাচর গ্রামের মালেক মুন্নার নেতৃত্বে এ হামলা করার অভিযোগ উঠে।
ঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন মো: জহিরুল হক নুরু গাজী, পিতা-মৃত কাদের গাজী, মো: নূরা গাজী, পিতা-মৃত আব্দুল গণি গাজী, মো: ইমান মিজি, পিতা-মৃত কালাম মিজি এবং মো: ইয়াছিন গাজী, পিতা-মো: নজরুল ইসলাম গাজী, সর্ব সাং-বড় শাহতলী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ এর নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার এসআই জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ভিকটিম মো: সাইফুল ইসলাম, পিতা-মো: জহিরুল হক নুরু গাজী সাং-বড় শাহতলী বাদী হয়ে ২৩এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় এজহার দায়ের করেন।
এজহারে বিবাদী (আসামী) করা হয়- মো: আব্দুল মালেক মুন্না (৪৫), পিতা- মো: সলেমান বেপারী, মো: ফারুক বেপারী (৩০), পিতা- কুদ্দুস বেপারী, কুদ্দুস বেপারী (৫০), পিতা-অজ্ঞাত, সলেমান বেপারী (৬৫), পিতা-অজ্ঞাত, ইসহাক বেপারী (৫০), পিতা-অজ্ঞাত সর্ব সাং-ভড়ঙ্গাচর, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর সহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০জন।
হামলার শিকার আহত ব্যাক্তিদের স্বজনরা বলেন, আমাদের উপর হামলার নেতৃত্বকারী আব্দুৃল মালেক মুন্নাসহ সংঘবদ্ধদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি। এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ ও সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ এর হস্তক্ষেপ কামনা করছি।
ফম/এমএমএ/