চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আন্ নাজির আইডিয়াল মাদরাসায় ২০২৪ সালের বার্ষিক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০সেপ্টেম্ব ) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওঃ নিজামুল হক এর সভাপতিত্বে, সহকারী অধ্যক্ষ মাওঃ হারিস উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর গাছতলার পীর সাহেব, আলহাজ্ব হযরত মাওঃ খাজা ওয়ালি উল্লাহ।
এসময় তিনি বলেন, রবিউল আউয়াল মাস আমাদের জীবনের তাৎপর্যপূর্ণ মাস। এ মাসেই আমাদের নবী করিম (সঃ) এর দুনিয়ায় আগমনের মাস। এই মাসেই আন্ নাজির আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে বিভিন্ন ভাষায় আলোচনা করেছেন, নিশ্চয়ই ভালো কাজ এর উপর আমল করলে সবার জীবন আলোকিত ও শান্তিময় হবে। আল্লাহ রাসুল (সঃ) এর জীবনী অনুসরণ -অনুকরণ করতে পারলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পন এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, তিনি বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ভাষায় শিক্ষার্থীদের আলোচনা, তাও আবার মহানবী (সঃ) এর জীবনীর উপর। এ এক অনন্য বৈশিষ্ট। যা সবার জীবনে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। আশাকরি আন্ নাজির আইডিয়াল মাদরাসা আগামীতে এই দ্বারা অব্যহত রাখবে।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আর রহমান তেলায়ত করেন হেফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম। এবং
আর রহমান এর বাংলা তর্জমা করেন, ৩য় শ্রেণীর ছাত্র মুছাহিদুল ইসলাম ইয়ামিন, ইংরেজিতে তর্জমা করেন, ২য় শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার।
ইরেজিতে রাসুলুল্লাহ (সঃ) এর জীবনী পাঠ করেন, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া বসরী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন কারি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারী শিক্ষক মাহদি হাসান, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর আহমদ, আব্দুল হাকিম, আল আমিন, ওমর ফারুক, নাজমুল হকসহ মাদরাসার সকল শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবকরা।
ফম/এমএমএ/