
চাঁদপুর: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (শনিবার)বিকেলে ফরিদগঞ্জ উপজেলার মধ্য কাওনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয় মাঠে চারটি বিদ্যালয়ের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে মাসব্যাপী এই ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।
তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ শুরু করেছে। স্মার্ট খেলোয়াড় তৈরির লক্ষে জেলা ক্রীড়া অফিস ইতিমধ্যে কাজ শুরু করেছে। মাদক, জঙ্গিবাদ, কিশোরগ্যাঙ্ক থেকে তরুণ দের দূরে সরিয়ে রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে । মোবাইল ও মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাচাতে ছাত্র ছাত্রী দের মাঠ মুখি হতে হবে। এই মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা নতুন কোন শামীম পাটোয়ারী ও মাহমুদুল হাসান জয়কে খুজে পাব। তাই সকলে ভালো করে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে।
ফরিদগঞ্জ ওয়াম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,শরীফ উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মোঃ নূর নবী নোমান,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন।
ফম/এমএমএ/