চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগের ফলে আমাদের প্রাথমিকের শিক্ষার্থীরা মাঠে খেলা-ধুলা করে সুস্থ্য সবল দেহ মন নিয়ে গড়ে উঠবে। বিজ্ঞান প্রযুক্তি শিখবে। নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে। একই সাথে তৈরী হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গতকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে মাঠ কাদামাটি ছিল। এর মধ্যে দিয়েও শিশুরা যে সুন্দরভাবে খেলেছে, তা খুবই অসাধারণ এবং এই খেলার মাধ্যমে তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ করেছে। তাদের একটি গোলে দৃশ্য দেখে আমার মনে হয়েছে যেন, আমি বিশ^কাপ পর্যায়ের খেলা দেখছি। তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা খেলা-ধুলা ও লেখা-পড়ার পাশাপাশি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবন সম্পর্কে জানবে। সত্যিকারে মানুষ হবে এবং সত্যিকারে মানুষ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, প্যানেল মেয়র হেলাল হোসাইন, প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরাশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলসহ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহন করে সদর উপজেলা বনাম হাজীগঞ্জ উপজেলা দল। এতে সদর উপজেলা দল হাজীগঞ্জ উপজেলা দলকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে দিনের প্রথম খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে অংশগ্রহন করে মতলব উত্তর বনাম ফরিদগঞ্জ উপজেলা দল। এতে মতলব উত্তর উপজেলাকে ১ গোলে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফম/এস.পলাশ/এমএমএ/