চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
১জানুয়ারী (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলণায়তনে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বক্তব্যে বলেন, শত প্রতিকূলতার মধ্যে অন্তবর্তী সরকার সারাদেশে পযায়ক্রমে শিক্ষার্থীদের নিকট বই পৌঁছে দিচ্ছে। বিশ্বে একমাত্র বাংলাদেশেই যেখানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। আজকের দিনটি তোমাদের জন্য আনন্দের দিন। বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছ। সকল শিক্ষার্থী আজকে বই নিয়ে বাড়িতে যাবে, গিয়েই তোমাদের পিতা-মাতাকে বই দেখাবে। তোমাদের পড়াশুনার প্রতি মনোযোগী হতে হবে। শিক্ষাথীদের বিদ্যালয়মূখী হতে হবে । নতুন বছরে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে ।শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে নতুন পাঠদান কাযক্রম নিশ্চিত করতে হবে । দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে ।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার এর যৌথ পরিচালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক মোহসিনা আক্তার, সহকারি শিক্ষক রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষক তানজিনা খানম, সহকারি শিক্ষক তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়গুলোন শিক্ষার্থীদর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।
-প্রেস বিজ্ঞপ্তি।