চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন রিপন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক মোঃ কামাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন।
সহকারী শিক্ষক সুলতান মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ মেহেদী হাসান,অত্র বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ ওয়ালী উল্ল্যাহ, বিদ্যালয়ের আজীবন সদস্য আবুল কালাম আজাদ,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, আজীবন সদস্য আয়েশা আক্তার রিনা। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক জাহানারা বেগম, খলিলুর রহমান, মোঃ মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন,আল আমিন গাজী,বুল বুল হাসান,রোমানা আক্তার, খন্ডকালীন সহকারী শিক্ষক রাজন দে, মানিক চন্দ্র, জয়নাল আবেদীন, মোঃ জাহাঙ্গীর, মাকসুদা আক্তার, ইয়াসমিন আক্তার প্রমুখ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/