চাঁদপুরে হাজার হাজার ছাত্রদের অংশগ্রহনে শহীদি মার্চ

চাঁদপুর : গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হাজার হাজার ছাত্রদের অংশগ্রহনে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগের জন্য আয়োজিত মার্চ বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) বিকালে শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে শহীদ মিনার পাদদেশে আন্দোলনে সকল শহীদদের স্মরণে স্মুতিচারণ করা হয় । এছাড়াও চাঁদপুরের যে সকল ছাত্র-জনতা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের সাথেও স্মৃতিচারণ করা হয়।

উল্লেখ্য, ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এক মাস আগে ৫ আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশকে বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে ঠেলে দিয়ে দেশ ছাড়েন তিনি। আজ ছাত্র-জনতার নতুন বাংলাদেশের ১ মাস পূর্ণ হলো।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম