চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের নিরাপদ খাদ্য ও ইফতার সরবরাহের জন্য চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার ইফতারের দোকান পরিদর্শন অব্যাহত রেখেছেন।
প্রথম রমজান থেকে তিনি শহর এবং গ্রামের ইফতারের দোকানগুলোর ইফতারের আইটেমগুলো গুনগতমান দেখছেন। ইফতারের খাবারে যেন রং দেওয়া, বাসি খাবার, ফ্রিজের খাবারসহ স্বাস্থ্যর ক্ষতিকর খাবার যাতে ব্যবয়ীরা বিক্রি করতে না পারে তার জন্য তিনি কঠোর নির্দেশনা দিয়ে ব্যবসায়ীদের সচেতন করে যাচ্ছেন।
নীনা আক্তার বলেন, আমি প্রথম রমজান থেকেই ইফতারের দোকানে পরিদর্শন করে যাচ্ছি। রমজানে যাতে রোজাদাররা নিরাপদ খাদ্য পায় তার জন্য সরকারি নিদের্শনা অনুযায়ী পরিদর্শন চলমান রাখছি। কোন ব্যবসায়ী যাতে খোলা খাবার বিক্রি না করে, খাবারে যাতে কোন প্রকার রং না মিশায়, পেড়া তেল ব্যবহার না করে, বাঁশি পচা খাবার না খাবায় তার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, পরিদর্শন অব্যাহত রাখা হচ্ছে, ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সে বিষয়ে ও বলা হচ্ছে । এ ছাড়া ও ফ্রিজে বাসির পচা খাবার আছে কিনা, সকাল এবং বিকাল দুই টাইমে আমি পরিদর্শনে যাই।
ফম/এমএমএ/