চাঁদপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি : ৬ প্রতিষ্ঠানকে জরিমানা  

 চাঁদপুর : চাঁদপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা টাস্কফোর্স।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মহামায়া বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ও দুপুরে হাজীগঞ্জ বাজারে ডিমের আড়তদারকে ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মহামায়া বাজারে মুদি দোকানে মূল্য তালিকা, গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাখা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা  হয়। অন্যাদিকে দুপুরে হাজীগঞ্জ বাজারে ডিমের ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দুই আড়তদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও ডিমের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ডিম কেনার রিসিট না দেখাতে পারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীর জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া বাজারের বিভিন্ন সবজি ব্যবসায়ীদেরকে দাম নিয়ন্ত্রণ রাখার জন‍্য সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত রাখা হবে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সর্তক করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল, জেলা মার্কেটিং অফিসার মাসুদ রানাসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম