চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের খান বাড়ির বাসিন্দা সাবেক ফুটবলার মোস্তাক আহমেদ সুমন (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সাবেক এই ফুটবলার ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের খান বাড়ির মরহুম মনসুর খানের ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ আসর নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন স্থানীয় মসজিদের খতিব হাফেজ মো. আবুল কালাম।
নামাজে জানাজায় মরহুমের আত্মীয়-স্বজন, বিভিন্ন পেশা শ্রেণির ব্যাক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এ সময় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, চান্দ্রা ইউনিয়ন বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন খান মপু, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম ছৈয়াল, সদস্য সাব্বির আহমেদ মিয়া, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার গাজী।
নামাজে জানাজা পূর্বে জামায়াত নেতারা বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা মৃত ব্যক্তির আত্মাকে শান্তি দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন। মৃত্যু একটি অপ্রতিরোধ্য বাস্তবতা এবং মুসলমানদের জন্য এটি একটি বড় শিক্ষার সময়। মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নামাজে জানাজার মাধ্যমে আমরা সবাই একত্রিত হচ্ছি এবং আমাদের উচিত একে অপরকে সহায়তা করা, যেন আমরা সবার জন্য একটি ভালো সমাজ গড়ে তুলতে পারি।
ফম/এমএমএ/