চাঁদপুর: বিচার বিভাগের আয়োজনে চাঁদপুরের জেলা জজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে জেলা জজ আদালত ভবনের ব্যাডমিন্টন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা জজ (১) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, যুগ্ম জেলা ও দায়রা জজ (১) মেহের নিগার সূচনা , যুগ্ম জেলা ও দায়রা জজ (২) তৌহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম, জিপি অ্যাড: এ.জেড.এম রফিকুল হাসান রীপন, জেলা জজ আদালতের এপিপি অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারি জজ, জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ।
টুর্নামেন্টে দৈত্বে ৬ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল-সৈয়দ তফাজ্জল হোসেন হিরু ও ফারহান সাদিক জুটি, আমিরুল ইসলাম ও মোরশেদুল আলম জুটি, মুনতাসির আহমেদ ও তন্ময় কুমার দে জুটি, তৌহিদুল ইসলাম ও শুভ ইসলাম জুটি, ইয়াসিন আরাফাত ও আব্দুল কাহার বিল্লাহ জুটি এবং মাইনুল ইসলাম ও ইবরাহিম সরকার জুটি।
ফম/এমএমএ/