কচুয়া জনতা ব্যাংকের ব্যবস্থাপকের বদলী জনিত সংবর্ধনা

কচুয়া (চাঁদপুর): জনতা ব্যাংক পিএলসি কচুয়া শাখার ব্যবস্থাপক এটিএম ফয়েজ উল্লাহকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ব্যাংকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিরা এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।

কচুয়া বাজার ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক জনতা ব্যাংকের সম্মানিত গ্রাহক শাহাজাহান তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী প্রিয়তুষ পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রহিমানগর সাত-বাড়িয়া জনতা ব্যাংকের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ, রহিমানগর সাত-বাড়িয়া শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম, জনতা ব্যাংক এরিয়ার অফিসার জাহিদুল ইসলাম, সাত-বাড়িয়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (অবসরপ্রাপ্ত) বাবু বিমল চন্দ্র পোদ্দার, জনতা ব্যাংক কচুয়া শাখার সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম।

কচুয়া বাজার ব্যবসায়ী মো. হান্নান, রাকিবুল হাছান, মো. নজরুল ইসলাম, আবু সুফিয়ান মিয়াজী, কামরুজ্জামান মানিক, কচুয়া জনতা ব্যাংক পিএলসি শাখার কর্মকর্তা শুভ চন্দ্র সাহা, সাইফুল ইমলাম, তরিকুল ইসলাম, আব্দুর রহমান, প্রমিত সাহাসহ সুধিজন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংর্বধিত অতিথি ম্যানেজার এটিএম ফয়েজ উল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করেন কচুয়া বাজার ব্যবসায়ীরা। এছাড়া জনতা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী ম্যানেজার এটিএম ফয়েজ উল্লাহকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

বিদায়ী অতিথি এটিএম ফয়েজ উল্লাহ ২০২০ সালে কচুয়া জনতা ব্যাংকে যোগদান করেন।
ফম/এমএমএ/