।। এস ডি সুব্রত ।।
চৌদ্দশ পঞ্চাশ বছর আগে আজকের এই দিনে
আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল জুড়ে
জন্ম নিয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
আবার তিষট্টি বছর বয়সে ঠিক একই দিনে
চলে যান মায়াময় বসুধার মায়াজাল ছিন্ন করে,
অন্যায় আর কুসংস্কারে নিমজ্জিত জাতিকে
মুক্তির পথ দেখাতে বিশ্ননবী আসেন ধরাতে।
লেখক : কবি ও প্রাবন্ধিক সুনামগঞ্জ।
নিলয় ১৪ , নতুন পাড়া, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।