
মতলব উত্তর (চাঁদপুর): সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি….রাজিউন)। ওই বৃদ্ধার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় রুহিতারপাড় গ্রামে। বাংলাদেশ সময় ১৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা এবং রুহিতারপাড় জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আব্দুর রহিম প্রধানের বড় ছেলে শওকত আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ১১ জানুয়ারি ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। ১৬ জানুয়ারী সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুর রহিম প্রধানের ছেলে আবুল কালাম জানান, তার বাবা এর আগেও কয়েকবার হজে গিয়েছিল। চলতি মাসের ১১ তারিখে আবার ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে আমার বড় ভাই শওকত আলী ছিল। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন।
ফম/এমএমএ/