চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামের ঐতিহ্যবাহী পাঠান বাড়ীর মরহুম রঞ্জন আলী পাঠানের তৃতীয় পুত্র সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গনি পাঠান (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …… রাজিউন)।
রবিবার (৯ এপ্রিল) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বড় কন্যার বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বাদ জোহর নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি এবং দোয়া পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা মো. জোবায়ের। এর আগে ঢাকায় মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় মেয়ের জামাতা আরএমকে গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন। তারা উভয়ে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
নামাজে জানাযায় অংশগ্রহন করেন মো. নুরুল ইসলাম পাঠান, আবদুল হালিম পাঠান, আবদুল আজিজ পাঠান, মফিজুল ইসলাম পাঠান, মনু পাঠান, জাহাঙ্গীর পাঠান, রোম্মান পাঠান, আবুল কালাম পাঠান, খোকন পাঠান, লিটন পাঠান, বাবু পাঠান ও ছালাম পাঠানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ।
ফম/এমএমএ/