মতলব উত্তর (চাঁদপুর): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে মতলব উত্তর উপজেলায় দোয়া মিলাদ ও সৈরাচার শেখ হাসিনা সরকার পতনে আনন্দ বিজয় মিছিল করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল উদ্দিন মোল্লা হিমেল ও ছাত্র জনতার উদ্যোগে এ দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর থেকে বিজয় রেলী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। পরে দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজক শিমুল উদ্দিন হিমেল বলেন, সৈরাচার শেখ হাসিনা সরকারকে পতন করতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তাদে ছাত্র, পথচারী, শিশু ও বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য লোক নিহত হয়েছে। আমরা সেইসব নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় করছি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে।
এসময় মতলব উত্তর ছাত্র জনতা, বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/