চাঁদপুর : হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখা।
শুক্রবার (২৬ শে) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী তারা চাঁদপুর শহরের শপথ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম গোস্বামী, জেলা নেতা নারায়ণ চন্দ্র দাস ও দুলাল সরকার।
বক্তারা হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সংগঠনের কেন্দ্রীয় পর্যায় থেকে যে কর্মসূচি আসবে আমরা তা পালন করার জন্য প্রস্তুত রয়েছি।
মানববন্ধন কর্মসূচিতে চাঁদপুর জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট ও সদর উপজেলা মহাজোটের নেতারা অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/