চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় বাজারকে স্থিতিশীল করতে আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। সহসাই আমরা জেলা শহরে ২ টা ও প্রতি উপজেলায় একটি করে কৃষক বাজার চালু করবো। যেখানে কৃষকরা তাদের পণ্য সরাসরি সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবে। এতে কুষকরাও লাভবান হবে এবং ভোক্তারা তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, দ্রব্যমূল্যে তালিকা দেখে কিনতে হবে। এক্ষেত্রে ভোক্তা বা ক্রেতাদের সাহসি ভূমিকা রাখতে হবে। যেন কেউ অসাধু উপায়ে বাজারকে অস্থিতিশীল না করে।
এসময় বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসাদুজ্জামান সরকার, জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা মো, মাসুদ রানা, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, চেম্বার অব কমার্সে এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক গোপাল সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/