কবি আবদুল হাই শিকদার সাথে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল হাই শিকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চাঁদপুরের নেতৃবৃন্দ।
চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চাঁদপুরের শাহরাস্তি থেকে ঢাকার যাত্রাপথে কিছু সময়ের জন্য পৌরসভার বাবুরহাট এলাকায় অবস্থান নিলে সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ূন কবির বেপারী। চাঁদপুরে অবস্থানকালে সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চাঁদপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মন্টু, সদস্য সচিব ছাবের আহমেদ খোকন, যুগ্ন আহ্বায়ক মো. আবুল হোসেন পাটোয়ার, সদর উপজেলার আহ্বায়ক মাহবুব গাজী, সদস্য সচিব আলমগীর হাসান, যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু, রিপন গাজী, ইসমাইল হোসেন, আলম বেপারী, আরিফুল ইসলাম, চান্দ্রা ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ন আহ্বায়ক জুয়েল পাটোয়ার, আবুল হোসেন পাটোয়ারী, মামুনুর রহমান সুমন বেপারী, শাহাবুদ্দিন, কামাল বেপারী, ফরিদগঞ্জ পৌর কমিটির ইমরান পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের স্থানীয় নেতাকর্মীদের বিএনপিকে সুসংগঠিত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তারা কুশল বিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম