চাঁদপুর : জনগণের টেক্সের টাকায় এদেশের উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু শেখ হাসিনা পদত্যাগের একদফা দাবিতে নানা সহিংসতার ঘটনা ঘটেছে চাঁদপুরে। এর মধ্যে বাদ যায়নি সড়কও। আন্দোলনের সময়ে শহর ও গ্রামের অনেক সড়কে আগুন দেয়া হয়েছে। যাতে নষ্ট হয়েছে মূল্যবান সড়ক। আগুনে ক্ষতিগ্রস্ত সড়কের ক্ষতচিহ্ন এক সপ্তাহ পার হলেও এখনে মুছে যায়নি।
সোমবার (১২ আগস্ট) চাঁদপুর শহর থেকে হরিণা ফেরিঘাট সড়কের কমপক্ষে ১০টি স্থানে সড়কে আগুনে ক্ষতচিহ্ন দেখাগেছে। গত কয়েকদিন বৃষ্টি হলেও সড়কের ক্ষতির চিহ্ন এখনো রয়েছে।
কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ হলেও শেষ মুহুর্তে তাদের মধ্যে আমজনতার রুপ নিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা চাঁদপুর সড়ক ভবনে আগুন দিয়ে বড় ধরণের ক্ষতিসহ জেলা জুড়ে সড়কের বহু স্থানে আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এখন পর্যন্ত মেরামত হয়নি চাঁদপুর সড়ক বিভাগ। দপ্তরে আসেননি এই কার্যালয়ের কর্মকর্তারা।
ফম/এমএমএ/