শিক্ষায় আমরা বিশ্বমান অর্জন করতে চাই : দীপু মনি

চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষার সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে মান বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সেখানে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম তৈরী হয়েছে এবং অবকাঠামো উন্নয়নও হচ্ছে। অবকাঠামোতে টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্বমান অর্জন করতে চাই।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি আশা করছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরো উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরী হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে।

বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক মো. গোফরানসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি এএইএম আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।

এর আগে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবণির্মিত ভবন উদ্বোধন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কস্থ আশিকাটি চাঁদ খাঁর দোকান সংলগ্ন ত্রাণ অধিদপ্তরের গার্ডার ব্রীজের উদ্বোধন করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম