শাহরাস্তিতে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রাজাপুরা গ্রামের মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বর্তমানে ওই গৃহবধূ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই বাড়ির মোতালেব হোসেনের ঘরে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ওইসময় ঘরে ঘুমিয়ে থাকা মোতালেব হোসেনের স্ত্রী তাছলিমা আক্তার লিপির (২২) গলা ও হাত কেটে হত্যার চেষ্টা চালায়। রক্তাক্ত তাছলিমা বেগমের আর্ত চিৎকারে তার শাশুড়ী ও পাশ্ববর্তী ঘরের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মারাত্মক আহত তাছলিমা আক্তার লিপিকে কে উদ্ধার করে বেরনাইয়া বাজারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন। কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতালেব হোসেন ঢাকায় শ্রমিকের কাজ করেন। সকালে সংবাদ পেয়ে তিনি তার স্ত্রীর কাছে ছুটে আসেন।

গৃহবধূকে উদ্ধারকারী ওই বাড়ির মৃত আলী আজম সরদারের পুত আব্দুল মজিদ জানান, লিপির শাশুড়ির চিৎকার শুনে ঘটনাস্থলে এসে আমি তার গলা ও হাতে গভীর ক্ষত দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই।

মোতালেব হোসেনের বড় বোন জান্নাতুল ফেরদাউস জানান, তাছলিমা আক্তার লিপির ২ ছেলে। বড় ছেলে একটি মাদরাসায় হেফজ পড়ে। রাতে তিনি ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

মোতালেব হোসেনের মা মরিয়ম বেগম জানান, পুত্রবধূর চিৎকার শুনে তার কক্ষে এসে দেখেন ঘরের পশ্চিম দিয়ে সিঁদ কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়ে খাটের নিচ দিয়ে সে পথেই পালিয়ে গেছেন। তিনি আরও জানান, বিগত কয়েক বছর ধরে অন্তত ৮ বার চুরির ঘটনা ঘটেছে।

রায়শ্রী উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ জানান, মুঠোফোনে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসে দেখি ঘরের পশ্চিম পাশে সিঁদ কাটা।

ঘটনাস্থল পরিদর্শনে আসা খিলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুব্রত সরকার জানান, কি উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘরের ভিতরে থাকা কোন মালপত্র খোয়া না যাওয়ায় এটিকে চুরির ঘটনা বলতে নারাজ অনেকেই। কেউ কেউ ধারনা করছেন পূর্ব শত্রুতার জের ধরে এটি ঘটতে পারে। তবে ভুক্তভোগীর পরিবারের দাবি তাদের সাথে কারো কোন বিরোধ নেই।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম