মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষা বর্ষের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুল ও মুন্সি আজিম উদ্দিন ডিগ্রি কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষানুরাগী আলহাজ¦ এবি মঈন উদ্দিন হোসেন বলেন, প্রতিটি মানুষই পরের তরে। অর্থ্যাৎ মানুষ যদি অন্যের জন্য কিছু না করে তবে তার জীবন অর্থহীন। প্রতিটি মানুষ জন্ম নেয় অন্যের জন্য কিছু করার জন্য। সৃষ্টিকর্ত এভাবেই প্রতিটি মানুষকে ধ্যান জ্ঞান দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করি বর্তমান সমাজে ব্যক্তিক্রম। কেউ কারো জন্য কিছু করতে চায় না, কেউ কারো খোঁজ খবর নেয় না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া শেখার চেয় বড় বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠা। কারণ তুমি যতই শিক্ষিত হও না কেন, যদি তুমি ভালো মানুষ না হও তবে মানুষের কল্যাণে কাজ করতে পারবে না, মানুষকে সেবা করতে পারবে এবং দেশের জন্যও কিছু করতে পারবে না। তাই সবচেয়ে জরুরী হল একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। আর নামাজ পড়ে মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। আর অসাধুপায় অবলম্বন করা যাবে না। তাহলে জীবনে উন্নতি করা সম্ভব নয়। জীবনে উন্নতি করতে হলে চরিত্র ঠিক রাখতে হবে। তাহলে নিজেও উন্নতি করতে পারবে এবং দেশের মানুষের জন্যও কিছু করা সম্ভব হবে। তিনি সকলকেই ভালো মানুষ হয়ে মানুষের সেবায় এবং মানুষের জন্য কিছু করার আহ্বান জানান।
জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মুন্সি আজিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ ইউনুছ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেনের সহধর্মিনী নারগীস হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন সিদরাতুল মুনতাহা। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ ওমর ফারুক। আলোচনা শেষে মেধা পরীক্ষার্থীয় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয় এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়েছে।
ফম/এমএমএ/