মতলব উত্তরে ছাত্রদের তোপের মুখে সহকারী শিক্ষকের পদত্যাগ

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় ছাত্রদের তোপের মুখে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান পদত্যাগ করেছেন।

শনিবার (২৪ আগস্ট)  দুপুরে তিনি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন। প্রধান শিক্ষক তাজুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দিয়েছেন।

জানা গেছে, বিগত দিন থেকে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান নারী কেলেঙ্কারি ও কয়েকটি দুর্নীতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে। এ নিয়ে স্কুল প্রাঙ্গণে শিক্ষক মিজানুর রহমানকে অপসারণের জন্য আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের পদত্যাগ করেন তিনি।

পরে পদত্যাগপত্র গ্রহণ করে সেনাবাহিনীর একটি টিম, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও একি মিত্র চাকমা এবং ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে পদত্যাগকারী শিক্ষক মিজানুর রহমানকে উদ্ধার করে নিয়ে যান।

এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক একেএ তাজুল ইসলাম লিখিত দেন যে, উক্ত বিষয়টি সমাধান হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে থাকবেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম