মতলবে প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়  

মতলব প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে)  দুপুরে শহরের টেস্টি হাট ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট  আফতাব চৌধুরী সুমন।
মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, আমীর খসরু প্রধানীয়া, গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল দেওয়ান, সদস্য পলাশ রায় প্রমুখ
এ সময় মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ কামাল  হোসেন, ডিউড্রপস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল আরেফিন শ্যামল, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ, ফজলে রাব্বি ইয়ামিন, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান  সদস্য সোবহান ফারুক, সমীর ভট্টাচার্য বলু, আশরাফুল জাহান শাওলিন, খোরশেদ আলম, সাংবাদিক সফিকুল ইসলাম রিংকু প্রমুখ।
সংগঠনের প্রেসিডেন্ট আফতাব চৌধুরী সুমন বলেন, আমি ও আমার পরিবার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ধর্মীয় ও সামাজিক সংগঠনের উন্নয়নে কল্যাণমূলক কাজ করছি। আপনাদের মাধ্যমে যে সকল সাংবাদিক ভাইদের চিকিৎসা, সন্তানের শিক্ষা ও সাংস্কৃতিক- সামাজিক  কর্মকান্ডের সহায়তার প্রয়োজন এ সংগঠন তাদের জন্য কাজ করতে চায়। সমাজের অন্যরাও যাতে এমন কল্যানমূলক কাজে আসতে পারে তার অনুপ্রেরণা হতে পারে আপনাদের কর্মকান্ডের মাধ্যমে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম